সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঈশ্বরদীতে গাঁজাসহ একজন গ্রেপ্তার 

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীতে গাঁজাসহ একজন গ্রেপ্তার 

পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন এলাকায় ০৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. লিটন মণ্ডল (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। তথ্যটি জানিয়েছেন কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান, র্যাব-১২, সিপিসি-২, পাবনা। 

গত শনিবার রাতে র্যাব-১২, সিপিসি-২, পাবনার অভিযানিক দল গোপন সূত্রে জানতে পেরে, ঈশ্বরদী থানাধীন এলাকায় মো. লিটন মণ্ডল মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।

ওই তথ্যের ভিত্তিতে এই রাতেই পাবনা র্যাবের অভিযানিক দল ঈশ্বরদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। র্যাবের অভিযানিক দল তাকে আটক করে। এবং তার নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

টিএইচ